প্রতিদিন কোন আমল না করেও সকল আমলের ছওয়াব পেয়ে যাবেন - কিভাবে?

প্রতিদিন কোন আমল না করেও সকল আমলের ছওয়াব পেয়ে যাবেন - কিভাবে?

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!
আজকের পোস্টে আলোচনা করেছি এমন একটি আমল নিয়ে, যে আমল প্রতিদিন করলে আপনার ছুটে যাওয়া সমস্ত (নফল) আমলের সওয়াব পেয়ে যাবেন৷


প্রতিদিন কোন আমল না করেও সকল আমলের ছওয়াব পেয়ে যাবেন - কিভাবে?


আমলটি হলো এই; 

[ পারা: 21 সূরা রুম: আয়াত: 17-19 ] 

فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ

وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ

يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ وَكَذَٰلِكَ تُخْرَجُونَ

ফাসুব হানাল্লাহি হীনা তুম সুনা অহীনা তুছ্ব বিহূন্

অলাহুল হামদু ফিস্ সামা-ওয়া-তি অল আরদ্বি অ‘আশিয়্যান ওহীনা তুজ-হিরুন। 

ইয়ুখরিজুল হাইয়্যা মিনাল্ মাইয়্যিতি অ ইয়ুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি অইয়ুহইল  আরদ্বা বায়’দা মাওতিহা-অকাযা-লিকা তুখ রজুন

সূরা রোম, আয়াতঃ ১৭-১৯; সুনানু আবী দাঊদ


আয়াত সমুহের ফজিলত:

হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্নিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকালে (একুশ পারায় সূরা রোমের) এই তিনটি আয়াত

فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ

وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ

يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ وَكَذَٰلِكَ تُخْرَجُونَ

পড়িয়া লইবে তাহার সেই দিনের (নিয়মিত আমল ইত্যাদি) যাহা ছুটিয়া যাইবে উহার সওয়াব সে পাইয়া যাইবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই আয়াতগুলি পড়িয়া লইবে তাহার সেই রাত্রের (নিয়মিত আমল) যাহা ছুটিয়া যাইবে সে উহার সওয়াব পাইয়া যাইবে।

অর্থঃ তোমরা যখন সন্ধ্যা কর এবং যখন সকাল কর তখন আল্লাহ তায়ালার পবিত্রতা বর্ননা কর, এবং সমস্ত আসমান ও জমিনে তাহারই প্রশংসা হয় এবং তোমরা দিনের তৃতীয় প্রহরে ও জোহরের সময়ে (ও আল্লাহ্‌ তায়ালার পবিত্রতা বর্ননা কর) তিনি জীবিতকে মৃত হইতে বাহির করেন, এবং মৃতকে জীবিত হইতে বাহির করেন, এবং জমিনকে উহার মৃত অর্থাৎ শুষ্ক হওয়ার পর জীবিত অর্থাৎ সজীব করিয়া তোলেন। এবং এইভাবে তোমাদিগকে (কিয়ামতের দিন কবর হইতে) বাহির করা হইবে। 
(সুনানু আবী দাঊদ)

বিঃদ্রঃ-  এখানে শুধু মাত্র নফল আমল ও নিয়মিত আমলের কথা বলা হয়েছে ৷ সুতরাং ফরজ আমল কিংবা অনিয়মিত আমলের ক্ষেত্রে এই ফজীলত প্রযোজ্য নয়৷ ভূল ধারণা থেকে বিরত থাকুন ৷৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ads

ads