কোরআন ভুল পড়লে কি হয় - কোরান শুদ্ধকরে না পড়ার ক্ষতি
*কোরান শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবেনা, কারণ কোরআন তেলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ ৷ যদি ফরজ আদায় না হয় তাহলে নামাজ হবেনা৷ কোরআন অশুদ্ধ পড়ার কারণে কোন কোন সময় নামাজ ভেঙে যাই আবার অনেক সময় নামাজ মাকরূহ হয়ে যাই!
*যে কোরআন শেখা থেকে বিমুখ থাকে পরকালে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে।
আল্লাহ তায়ালা বলেন, ‘আর যে আমার জিকির (কোরআন) থেকে মুখ ফিরিয়ে নেবে, নিশ্চয় তার জীবন-যাপন হবে সংকুচিত এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন ? অথচ আমিতো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্নণ? তিনি বলবেন, অনুরূপভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল।’ (সূরা তাহা-১২৪-১২৬)
*কোরআন শিক্ষা থেকে বিরত থাকার কারণে কোরআন মানুষের বিপক্ষের দলীল হিসাবে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলীল। (সহীহ মুসলিম: ৩২৮)
*কোরআন শিক্ষা না করার কারণে জাহান্নামে যেতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ‘কোরআন সুপারিশকারী এবং তার সুপারিশ গ্রহণযোগ্য। সুতরাং যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার অনুসরণ করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি একে নিজ পশ্চাতে রেখে দিবে, কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে।’ (সহীহ ইবনে হিববান : ১২৪)
ফ্রি অনলাইন কোর্সে ভর্তি হয়ে অল্প সময়ে বিশুদ্ধ কোরআন শিখুন
পোস্ট টি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন! ধন্যবাদ৷৷