পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা খেলো চুর, লুঙ্গি থেকে বেরিয়ে এলো ছাগল

পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা খেলো চুর, লুঙ্গি থেকে বেরিয়ে এলো ছাগল


জামালপুরের মেলান্দহ উপজেলায় ছাগল চুরি করে অটোরিকশা নিয়ে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অটোরিকশার। এ সময় আলমগীর (৩৫) নামে এক যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগলটি বের হয় আসে।

পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা খেলো চুর, লুঙ্গি থেকে বেরিয়ে এলো ছাগল




রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে পুলিশ আটক করে। আটককৃত যুবক আলমগীর (৩৫) সদর উপজেলার মুসলিমাবাদ এলাকার  মো. আমান উল্লাহর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ নতুন বাজার এলাকায় টহলরত ডিবি পুলিশের একটি সিএনজিকে ধাক্কা দেয় অটোরিকশা। এ সময় ডিবি পুলিশ ওই যুবককে অটোরিকশা থেকে নামতে বললে তিনি নামতে রাজি হননি। পরে জোর করে নামানোর সময় তার লুঙ্গির নিচ থেকে একটি ছাগল বের হয়ে আসে। জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরির কথা স্বীকার করেন তিনি। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।


Present Bangla/DBD

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ads

ads