আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভা মিশনের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা - Present Bangla

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভা মিশনের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা - Present Bangla



আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার অভিযোগে জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভা মিশনের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা - Present Bangla



তাকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফিরতে বলা হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৭ই নভেম্বর জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার জন্য জেনেভা বিমানবন্দরে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সেসময় তিনি দূতাবাসের প্রোটোকলে ছিলেন। বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে নানা ধরণের প্রশ্ন করতে থাকেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সেখানে দেখা যায় আসিফ নজরুল একাই তাদের শান্ত করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন। তার সঙ্গে জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান থাকলেও দুজনই চুপ ছিলেন।

তাদের এমন নির্লিপ্ত ভূমিকার কারণে মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজের পাশাপাশি মিজানকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। ঘটনার দিন আসিফ নজরুল তাদের এমন নির্লিপ্ততার কারণ জানতে চাইলে কামরুল ইসলাম বলেছিলেন, আপনি কথা বলছিলেন, তাই আমি চুপ ছিলাম।

পরে বুধবার মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি একটি পরিপত্র পাঠানো হয়েছে। সেখানে মিশনগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরের সময় দুটি বিষয়ে সচেষ্ট থাকতে বলা হয়েছে।

প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ প্রটোকল দেয়া বাংলাদেশের মিশনগুলোর বিশেষ দায়িত্ব। এ দায়িত্ব পালনে শৈথিল্যের কোনো সুযোগ নেই।

দ্বিতীয়ত, বিদেশি মিশনগুলোকে এ ধরনের সফর শুরুর আগেই সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সফরের সময় যেকোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে আরও সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয়েছে।


SRC: BBCB

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ads

ads