প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেলেন সিরিয়ার নতুন নেতা
Present Bangla ডেস্ক
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ আজ (রোববার) সৌদি আরবে পৌঁছেছেন। বাশার আল-আসাদের পতনের পর এটি তাঁর প্রথম আন্তর্জাতিক সফর।
সূত্র জানায়, সৌদি কর্মকর্তারা বিমানবন্দরে শারাআ ও পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানিকে অভ্যর্থনা জানান। সৌদি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল-ইখবারিয়া তাঁদের আগমনের ভিডিও প্রকাশ করেছে।
জানা গেছে, সফরের মূল লক্ষ্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক। তবে বৈঠকের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, রিয়াদে অনুষ্ঠিতব্য বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সিরিয়ার পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে।
সৌদি আরবের গুরুত্ব
সিরিয়ার নতুন প্রশাসন ধনী উপসাগরীয় দেশগুলোর সহায়তায় যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। শারাআ এর আগে এক সাক্ষাৎকারে বলেন, "সৌদি আরব আমাদের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি বিনিয়োগের দারুণ সুযোগ।"
তিনি আরও জানান, তাঁর জন্ম সৌদি আরবে এবং জীবনের প্রথম সাত বছর তিনি সেখানেই কাটিয়েছেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরব সিরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় সংযুক্ত করতে চাইছে। বিশেষজ্ঞ রাবহা সাইফ আল্লামের মতে, "সিরিয়াকে ইরানের প্রভাব থেকে দূরে সরিয়ে রাখা সৌদি আরবের জন্য একটি কৌশলগত সুবিধা।"
বর্তমানে সিরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সক্রিয়ভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। গত মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক বার্তা দেন।
এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দামেস্ক সফর করে সিরিয়ার স্থিতিশীলতা ও পুনর্গঠন প্রকল্পের ওপর জোর দেন।
সিরিয়ার নতুন নেতৃত্বের এই সফর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আনবে, তা এখন দেখার বিষয়।
AP