জামায়াত নেতার ওপর হামলা, শিবিরের বিক্ষোভ মিছিল

জামায়াত নেতার ওপর হামলা, শিবিরের বিক্ষোভ মিছিল


প্রেজেন্ট বাংলা ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৪৪ PM

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে জামায়াতের আমির লোকমান কবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপির আহ্বায়ক জালাল সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

জামায়াত নেতার ওপর হামলা, শিবিরের বিক্ষোভ মিছিল



এই ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের নরসিংদী জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবির নেতৃবৃন্দ।

শিবির নেতারা বলেন, নজরপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। তবে কিছু ছিন্নমূল মানুষ কম্বল থেকে বঞ্চিত হন। এ বিষয়ে প্রতিবাদ করেন নজরপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি তানভীর আহমেদ ও সেক্রেটারি মেহেদী হাসান শুভ। এরপর ইউনিয়ন জামায়াতের আমির লোকমান কবির ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিবির নেতৃবৃন্দ ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করার দাবি জানান। আহত জামায়াত নেতা লোকমান কবির বলেন, "কম্বল বিতরণে অনিয়ম হয়েছে। প্রকৃত দাবিদাররা বঞ্চিত হয়েছেন। বিষয়টি প্রতিবাদ করায় আমার ওপর হামলা হয়েছে। ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে। বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি এবং থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।"

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির স্থানীয় নেতা জালাল সরকার। তিনি বলেন, "হামলার সঙ্গে বিএনপি-জামায়াতের কোনো সম্পর্ক নেই। রেড ক্রিসেন্ট প্রশাসনের সহায়তায় কম্বল বিতরণ করেছে। হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন